Home | ব্রেকিং নিউজ | পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনা প্রতিনিধি : পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ মে) জেলার বেড়া উপজেলায় ট্রাকচাপায় অটোভ্যান চালক ও ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহি বাসচাপায় মিল শ্রমিক নিহত হন।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল খালেক জানান, শুক্রবার সকাল দশটার দিকে অটোভ্যানচালক নাজিম উদ্দিন বেড়া সিঅ্যান্ডবি চতুর বাজারে গোলচত্ত্বর থেকে যাত্রী নিয়ে চাকলা আসার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন।

এ সময় পঞ্চগড় থেকে পাবনাগামী পাথরবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান নাজিম উদ্দিন।

অপরদিকে ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, শুক্রবার সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঈশ্বরদী ফিড মিল এলাকা বাইসাইকেলযোগে যাচ্ছিলেন হামিদুর রহমান।

এসময় পেছন থেকে যাত্রীবাহী একটি বাস বাইসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হামিদুর মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পানির দামে নতুন পালসার

ডেস্ক রির্পোট : ১২৫ সিসির পালসার এলো নতুন ডিজাইনে। ভারতের বাজারে এটি এখন ...

ভেন্টিলেটর সাপোর্টে প্রণব মুখার্জি

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এখনও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। বুধবার দিল্লির সেনা ...