আর কে আকাশ, বাংলার মুখ : ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ, আইডিবি’র গৌরবোজ্জল ৪৭তম প্রতিষ্ঠিা বার্ষিক উপলক্ষে আইডিবি পাবনা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১০ টায় শহরের বন্ধন কমিউিনিটি সেন্টারে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. আনোয়ারুল ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন আইডিবি’র পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী সাইদুল ইসলাম খোকন।
আইডিবি পাবনা জেলা শাখার সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ড. মো. মোয়াজ্জেম হোসেন, পাবনা টিটিসি’র অধ্যক্ষ এস.এম. ইমদাদুল হক প্রমূখ। আলোচনাসভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বন্ধন কমিউিনিটি সেন্টার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। অনুষ্ঠান পরিচালনা করেন আইডিবি পাবনা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আবদুল্লা-আল কাফি ও আবুল কালাম আজাদ।