ব্রেকিং নিউজ
Home | জাতীয় | পানির দাম বাড়াচ্ছে ঢাকা ওয়াসা

পানির দাম বাড়াচ্ছে ঢাকা ওয়াসা

স্টাফ রিপোর্টার :  রাজধানীতে গৃহস্থালি কাজে ব্যবহৃত পানির দাম বৃদ্ধি করছে ঢাকা ওয়াসা। হঠাত পানির দাম বৃদ্ধি করার পেছনে সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠান দাবি করছে- উৎপাদন খরচ, পরিচালনা ব্যয় ও মুদ্রাস্ফীতি সঙ্গে আংশিক সামঞ্জস্য করার কারণে পানির দাম বৃদ্ধি করা হচ্ছে। রোববার ওসার ওয়েবসাইটে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পানির দাম ৫ শতাংশ হারে আগামী ১লা আগস্ট থেকে কার্যকর হবে।

ঢাকা ওয়াসার বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, ১ অগাস্ট থেকে গৃহস্থালিতে প্রতি এক হাজার লিটার পানির দাম ১০ টাকার বদলে এখন ১০ টাকা ৫০ পয়সা এবং বাণিজ্যিক গ্রাহকদের প্রতি হাজার লিটার পানির জন্য ৩২ টাকার পরিবর্তে ৩৩ টাকা ৬০ পয়সা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মিটার বিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও নূন্যতম করসহ সকল (পানি ও পয়ঃ) ক্ষেত্রে কার্যকর হবে। ওয়াসা আইন ১৯৯০ এর ২৩ ধারা অনুযায়ী এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ওয়াসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...

মদনে দাতা সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলার বালালী বাঘমারা খন্দকার আব্দুর ...