বিনোদন ডেস্ক : পাত্রী একজন, পাত্র তিন জন। এক পাত্রীকে বিয়ে করতে তিন জনই যায় শেরওয়ানি কিনতে। কিন্তু পাত্রী কাকে কবুল বলবে, আর কারা শুধু সানাইয়ের সুর শুনে হৃদয়ে পাথর বেঁধে হাঁ করে তাকিয়ে কনে যাত্রা দেখবে? এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ঈদের টেলিফিল্ম ‘বিয়ের দাওয়াত রইলো’।
মারুফ রেহমানের গল্পে এটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি। পরিচালনাও করেছেন তিনি। টেলিফিল্মটিতে একমাত্র পাত্রীটি হচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা। আরও আছেন মোশাররফ করিম, শামীম জামান, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, চৈতী, নাফা ও সোহেল খান প্রমুখ।
‘বিয়ের দাওয়াত রইলো’ টেলিফিল্মটিতে দুটি গানও রয়েছে। একটি হৃদয় খান ও স্টুডিও ফিফটি এইটের গাওয়া রোমান্টিক গান, অন্যটি আইটেম সং। আইটেম সংটিতে অভিনয় করেছেন অভিনেত্রী স্পর্শিয়া।
ঈদের এক সপ্তাহ পার হলেও ঈদের অনুষ্ঠানমালা শেষ হয়নি। ‘বিয়ের দাওয়াত রইলো’ ঈদের সেই অনুষ্ঠানমালায় আগামী শুক্রবার রাত ১১টায় এনটিভিতে দেখানো হবে। আরও দেখা যাবে বাংলালিংকের জনপ্রিয় অ্যাপ বাংলাফ্লিক্সে।