ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | পাটগ্রামে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

পাটগ্রামে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

নুরনবী সরকার, লালমনিরহাটঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তের ওপারে আব্দুল কুদ্দুস নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার ভোরে রাতে তাকে ভারতীয় চ্যাংড়াবান্ধা রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করা হয়েছে। আটক বাংলাদেশি যুবক আব্দুল কুদ্দুস পাটগ্রাম উপজেলার সোহাগপুর এলাকার আব্দুল্ল্যাহ মিয়ার পুত্র বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ওপারে ভারতীয় কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার চ্যাংড়াবান্ধা রেলওয়ে স্টেশন এলাকা থেকে কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের একটি টহল দল আব্দুল কুদ্দুসকে আটক করেন। এই ঘটনায় বুধবার সকালে বুড়িমারী স্থল বন্দর জিরোপয়েন্টে বিজিবি-বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ওই যুবক ভারত থেকে গরু আনার জন্য সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকেছে।লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে দাতা সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলার বালালী বাঘমারা খন্দকার আব্দুর ...

মদনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার চেষ্টা

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদনে ফসল রক্ষার বাদ কেটে মাছ ...