নুরনবী সরকার, লালমনিরহাটঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তের ওপারে আব্দুল কুদ্দুস নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার ভোরে রাতে তাকে ভারতীয় চ্যাংড়াবান্ধা রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করা হয়েছে। আটক বাংলাদেশি যুবক আব্দুল কুদ্দুস পাটগ্রাম উপজেলার সোহাগপুর এলাকার আব্দুল্ল্যাহ মিয়ার পুত্র বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ওপারে ভারতীয় কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার চ্যাংড়াবান্ধা রেলওয়ে স্টেশন এলাকা থেকে কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের একটি টহল দল আব্দুল কুদ্দুসকে আটক করেন। এই ঘটনায় বুধবার সকালে বুড়িমারী স্থল বন্দর জিরোপয়েন্টে বিজিবি-বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ওই যুবক ভারত থেকে গরু আনার জন্য সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকেছে।লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।