ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | পাটগ্রামে ধরলা নদী থেকে গুলি ভর্তি বাক্স উদ্ধার

পাটগ্রামে ধরলা নদী থেকে গুলি ভর্তি বাক্স উদ্ধার

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৫৬৮ রাউন্ড গুলিসহ একটি লোহার বাক্স উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলার ধরলা নদীর তীরবর্তী তাবলীগুল ইসলাম কওমি হাফিজি মাদ্রাসার মাঠ থেকে ৫২ টি প্যাকেটে মোট ৫৬৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, দুপুরে উপজেলার ধরলা নদীর তীরবর্তী তাবলীগুল ইসলাম কওমি হাফিজি মাদ্রাসা’র দুই ছাত্র নদীতে গোসল করার সময় ভারি একটি বাক্স পায়। পরে মাদ্রাসার মাঠে বাক্সটি খুলে গুলি ভর্তি প্যাকেট দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ, পাটগ্রাম পৌর মেয়র শমসের আলী, পৌর আওয়ামী লীগ সম্পাদক কাজী আসাদ ও সংবাদকর্মীদের উপস্থিতিতে বাক্সটি খুলে। এতে ৫২ টি প্যাকেটে মোট ৫৬৮ রাউন্ড গুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

পাটগ্রাম পৌর মেয়র শমসের আলী জানান, উদ্ধারকৃত গুলি সমূহ স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত পরিত্যক্ত গুলি। এর আগেও একই নদী এলাকা থেকে রাইফেল, গুলি পাওয়া গিয়েছিল।

পাটগ্রাম থানার ওসি অবিন শংকর কর গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নদী এলাকায় স্থানীয় লোকজন নামিয়ে দিয়ে আরও কোনো গুলি বা অস্ত্র আছে কী না তা খুঁজে দেখা হচ্ছে। ডুবুরী দলকে খবর দেয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে দাতা সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলার বালালী বাঘমারা খন্দকার আব্দুর ...

মদনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার চেষ্টা

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদনে ফসল রক্ষার বাদ কেটে মাছ ...