ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কর্তৃপক্ষ ৬ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পাঠ্য বই নিষিদ্ধ করেছে। কারণ হিসেবে তারা জানিয়েছেন যে এমন বইয়ের বিষয়বস্তু যৌন কামনাকে প্ররোচিত করতে পারে। বই সম্পর্কে অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
শিক্ষামন্ত্রী রানা মাসউদ আহমেদ বলেন, বিজ্ঞান বইটিতে অনেক বিষয়বস্তু রয়েছে যা যৌন কামনার উদ্রেক ঘটাতে পারে। আমাদের শিশুদেরকে আমরা সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় বিশ্বাস পরিপন্থী কোন বিষয়বস্তুর মাধ্যমে শেখাতে চাই না। তাই বইটি নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়াও বিজ্ঞান বইয়ে আপত্তিকর বিষয়বস্তু যোগ করার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু হতে যাচ্ছে।