ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | পাকিস্তানে গ্যাস পাইপের সাথে যাত্রীবাহী গাড়ির ধাক্কা, নিহত ১৬

পাকিস্তানে গ্যাস পাইপের সাথে যাত্রীবাহী গাড়ির ধাক্কা, নিহত ১৬

ইন্টারন্যাশনাল ডেস্ক :  পাকিস্তানের পশ্চিমে খাইবার অঞ্চলে একটি গাড়ি রাস্তার পাশে গ্যাস পাইপলাইনের সাথে ধাক্কা খেলে অগ্নিদগ্ধ হয়ে ১৬ জন যাত্রীর মৃত্যু ঘটে। রবিবারে পাকতুনওয়ায় এ ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গ্যাসপাইপ লাইনে ধাক্কা মারে। এরপর গাড়িটিতে প্রচণ্ড বিস্ফোরণ হওয়ার পর আগুন ধরে গেলে অগ্নিদগ্ধ হয়ে ১৬ জনের মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, গাড়িটি  রাওয়ালপিন্ডি থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গ্যাসের পাইপলাইনে গিয়ে সোজা ধাক্কা মারে।

পুলিশ কর্তৃপক্ষ আরো জানিয়েছে, যাত্রীদের দেহ মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। নিহতদের পরিচয় শনাক্তকরণের জন্য ডিএনএ টেস্টের প্রয়োজন হবে।

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত মাসে পাকিস্তানে একটি দুর্ঘটনায় তেলের ট্যাঙ্কার উল্টে গেলে স্থানীয়রা তেল সংগ্রহের সময়  ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে জাতীয় সমবায় দিবস পালিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা)ঃ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যটি সামনে রেখে ...

পর্তুগালে মুক্তি পাচ্ছে বাংলাদেশী সিনেমা “হাওয়া”

পর্তুগাল প্রতিনিধিঃ ১৫ই অক্টোবর হাওয়া পর্তুগালে বানিজ্যিক ভাবে মুক্তি পাচ্ছে বাংলাদেশী সিনেমা ...