সাইফ উল্লাহ, প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় পাঁচ বছর ধরে তালাবদ্ধ ধর্মপাশার উপজেলার একমাত্র গণপাঠাগার এখন গণ পস্রাখানায় পরিণত হয়েছে। দীর্ঘ বছর পেরিয়ে গেলেও পাঠাগারটি সংস্কার করে পুনরায় চালু না করার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন এলাকাবাসী। জানা যায়, ২০০৮ সালের ১০ মার্চ এ গণপাঠাগারের আট শতাধিক মূল্যবান বই ও আসবাপত্র দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। এর পর থেকে এটি তালাবদ্ধ অবস’ায় পড়ে আছে। এর আগে ২০০৪ সালের ভয়াবহ বন্যায় গণপাঠাগারের ভবনের ভেতরে পানি ঢুকে বই ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছিল। এরপর ২০০৭ সালের প্রথমদিকে প্রশাসন বই ও আসবাবপত্র সংগ্রহ করে এটি ফের চালু করে। ২০০৮ সাল থেকে পাঠাগারটি এখন পর্যনÍ তালাবদ্ধ থাকায় পাঠাগারটির সামনের অংশ গণ প্রস্রাবখানায় পরিণত হয়েছে। উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি আনিসুল হক লিখন বলেন, পাঠাগারটি এখন পস্রাবখানা হিসেবে ব্যবহৃত হওয়ার বিষয়টি আমাদের জন্য অত্যনÍ লজ্জাজনক। এটি চালুর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি লিখিত ও মৌখিকভাবে অনেকবার জানিয়েছি কিন’ কোনো কাজ হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমান তালাবদ্ধ এ পাঠাগারটি সংস্কার করে তা পুনরায় চালুর ব্যাপারে যথাযথ প্রচেষ্টা অব্যহত রেখেছেন বলে জানান।