ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েল কর্তৃপক্ষ দখলকৃত পশ্চিম তীরে নতুন করে আরো ১,১০০ বসতি স্থাপনের অনুমতি দিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বসতি স্থাপনের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ পদক্ষেপ। ইসরায়েলে বসতি স্থাপন বিরোধী বেসরকারি সংস্থা ‘পিস নাও’ বৃহস্পতিবার এ কথা জানায়। খবর এএফপির।
পিস নাও জানায়, বসতি নির্মাণ বিষয়ক কর্তৃপক্ষের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় কমিটির বৈঠকে বুধবার এ অনুমোদন দেয়া হয়।
পিস নাওয়ের সেটেলমেন্ট ওয়াচ প্রকল্পের পরিচালক হাগিৎ অফরান জানান, বৈঠকে ৩৫২টি বাড়ি বানানোর চূড়ান্ত অনুমোদন দেয়া হলেও বাকিগুলোর কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে।