ইকবাল মাহমুদ (হিরু), ফরিদপুর প্রতিনিধি, ১৪ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : পল্লী কবি জসীমউদদীনের ৩৮তম মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, জসিম ফাউন্ডেশন, রিপোর্টার্স ইউনিটি, আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়, সাহিত্য পরিষদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন। সকাল সাড়ে আটটায় কবির বাড়ী চত্বরে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদ, অধ্যাপক এম এ সামাদ, কবিপুত্র ড. জামাল আনোয়ার প্রমুখ। পরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া ফরিদপুরের বিভিন্ন সংগঠন কবি মৃত্যু বার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।