কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া :
দুই দফা বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে কুষ্টিয়া পলিটেকনিক ইনন্সিটিটিউটের শিক্ষার্থীরা। রোববার বেলা পৌনে ১১ টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায় এ অবরোধ করে। অবরোধে পলিটেকনিক ইনন্সিটিটিউটের কয়েকশ শিক্ষার্থীসহ শিক্ষকেরা অংশ নেয়। এসময় সেখানে কুষ্টিয়া জেলায় বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত উপসহকারি প্রকৌশলীদের দেখা যায়। আধাঘন্টা পর তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। জানা গেছে, ডিপ্লোমা প্রকৌশলীদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকার গঠিত দুটি আন্ত: মন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়ন ও দেশের ইঞ্জিনিয়ারিং সার্ভিসে টাইমবার পদন্নোতি প্রথা প্রবর্তনের দাবিতে এ কর্মসূচী পালন করে তারা।