ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি : পলাশবাড়ীতে কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ও গাইবান্ধা গণ উন্নয়ন কেন্দ্রর (এটক) সহযোগীতায় কমিউনিটি বেইজড পুলিশিং প্রোগাম-সামাজিক জনসচেতনতা মুলক র্যালি ও থানা ভিজিট প্রোগ্রাম সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পলাশবাড়ী শিশুকানন স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে এক বিশাল বর্নাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পলাশবাড়ী থানা চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন পলাশবাড়ী থানা থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মন্ডল । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেন। অন্যান্যদের মধ্যে থানা কমিউনিটি পুলিশিং সমন্বয়কারি আজমির হোসেন, সদর ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদ মাষ্টার, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, সহসাধারণ সম্পাদক ও সাংবাদিক মাসুদার রহমান মাসুদসহ সৈয়দ জামান মাষ্টার, শেফাউল চৌধুরী, আঞ্জু প্রধান, হাবিবুর রহমান প্রমুখ বক্তারা বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক বিরোধী বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জাহিদুল হাসান।