ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি : সরকার টিসিবির মাধ্যমে পিঁয়াজ আমদানী করে খোলা বাজারে ৪৭ টাকা দরে প্রতি কেজি বিক্রয় করলেও এর প্রভাব গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হাট বাজারে পড়েনি। ফলে খুচরা বাজারে পিঁয়াজের বেজায় ঝাঁঝ। বর্তমানে বাজারে প্রতি কেজি পিঁয়াজ ৭৫-৮৫ টাকা দরে বিক্রয় হচ্ছে। পাইকারী ব্যবসায়ীরা জানান, সরকার ভারত থেকে যে পিঁয়াজ আমদানী করছে তাতে টন প্রতি ৬-৭ হাজার টাকা কমেছে। কিন্তু ওই পিঁয়াজ ক্রয় করে বেপরোয়া পরিবহণ খরচ ও অন্যান্য খরচ মিলে আমরা ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রয় করলে কোন রকম খরচ পুষিয়ে নিতে পারি।অপর দিকে চরাঞ্চলের কয়েকজন পিঁয়াজ চাষী জানান, দেশী পিঁয়াজের ঝাঁঝ অনুযায়ী খরচ পুশিয়ে নিতে হিমশিম খাচ্ছি। প্রতি বিঘা জমিতে উৎপাদিত খরচ ২৫ থেকে ২৮ হাজার টাকা। এতে পিঁয়াজ উৎপন্ন হয় কাঁচা অবস্থায় ৩৫-৪০ মণ শুকনা অবস্থায় ৮-৯ মণ।