ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : পলাশবাড়ীর পলীতে দ্বিতীয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরকীয়া প্রেমের সম্পর্কে অবৈধ দৈহিক মেলামেশায় প্রেমিকা ছয় মাসের অন্ত:সত্ত্বা। রফাদফার চেষ্টা। ঘটনাটি ঘটেছে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কেশবপুর গ্রামে। জানা গেছে, ওই গ্রামের হতদরিদ্র ছহির উদ্দিনের কন্যা এক পুত্র সন্তানের জননী মোরেফা (২৪) স্বামী মারা যাবার পর গত চার বছর থেকে বাবার বাড়িতে বসবাস করতে থাকে। এ সময় পার্শ্ববর্তী গ্রামের দেলবার হকের বিবাহিত পুত্র বগুড়া পলিটেকনিক কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র বকুল মোরেফাকে জমি লিখে দিয়ে দ্বিতীয় বিয়েসহ বিভিন্ন প্রলোভনে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে বকুল মোরেফার সঙ্গে একাধিক দিন দৈহিক মেলামেশায় লিপ্ত হয়। ফলে, মোরেফা অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। বকুলকে বিয়ের কথা বললে সে টালবাহানাসহ গর্ভের বাচ্চাটি নষ্ট করতে মোরেফাকে চাপ প্রয়োগ করে। জানা যায়, মোরেফা ৬ মাসের অন্ত:সত্ত্বা। বিষয়টি নিয়ে এলাকায় শালিস বৈঠক অনুষ্ঠিত হলে লম্পট বকুল ভিকটিম মোরেফাকে ১৬ শতাংশ জমি লিখে দিয়ে পরে দ্বিতীয় বিয়ে করবে বলে জানা যায়। তবে বিষয়টি নিয়ে এলাকায় নানা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। লম্পট বকুলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ না করায় তার মতামত নেয়া সম্ভব হয়নি।