ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা ঃ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা সদরের গৃধারীপুর গ্রামে থেকে নয়টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব সদস্যরা। ।বুধবার রাত ৯টার দিকে এ ককটেলগুলো উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা ও জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ জানান, রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তৌহিদুল ইসলাম মন্ডলের বাড়ীর পার্শ্বে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে পানিতে ডুবিয়ে এগুলো নিষ্ক্রিয় করা হয়। তিনি আরও জানান, হরতালে নাশকার উদ্দেশ্যে জামায়াত-শিবিরকর্মীরা ককটেলগুলো মজুদ করেছিল বলে ধারণা করা হচ্ছে। পরে পানিতে ডুবিয়ে এগুলো নিস্ক্রিয় করা হয়। এ ব্যাপারে থানার ওসির সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি মোবাইল রিসিভ করনেনি।