ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : পলাশবাড়ীতে জাতীয় শ্রমিকলীগের আয়োজনে আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি তোফাজ্জল হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, গাইবান্ধা জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি খায়রুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগ নেতা বাবু সুধাংশু কুমার রায়। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাইফুলার রহমান তোতা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তৌহিদুল ইসলাম মন্ডল, শ্রমিকলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা হাফিজার রহমান, মোজাম্মেল হক, রুহুল আমিন তোতা, শেখ বেলাল ও উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক খন্দকার মো. ফরহাদ হোসেন প্রমুখ। কর্মীসভাটি পরিচালনা করেন উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত।