সুমন কুমার বর্মন, গাইবান্ধা প্রতিনিধি : “টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
সোমবার দিবসটি উপলক্ষে একটি বিশাল র্যালি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী দীলিপ চন্দ্র সাহা, কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক আলহাজ্ব আবু তালেব সরকার তারা প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতর্কা ছাড়াও সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।