ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাফিউল ইসলামকে (২৭) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টায় উপজেলা সদরের কালীবাড়ী-আমবাড়ী সড়কের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। শাফিউল সদর ইউনিয়নের গৃধারীপুর গ্রামের হবিবুর রহমানের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে সাফিউল ইসলাম ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে ওই এলাকায় পৌঁছালে ৭/৮ জন সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এসময় তারা সাফিউলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সাফিউলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করে।সাফিউলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক। পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।