আনোয়ার এইচ খান ফাহিম
ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগাল।
পর্তুগালের সানতারাই শহরের একটি হাসপাতালে মোহাম্মদ হান্নান নামে এক প্রবাসী বাংলাদেশি গত ২৫শে এপ্রিল মারা গেছেন। পর্তুগালে তিনি একা বসবাস করতেন।
মৃত এই ব্যক্তির স্বজনদের কোনো খোঁজ না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস লিসবন, পর্তুগান এ যোগাযোগ করেছে।
দূতাবাসের পক্ষ থেকে এই ব্যক্তির বিস্তারিত তথ্য জানতে সংবাদকর্মী ও পর্তুগালে অবস্থানরত প্রবাসীদের সহযোগিতা চাওয়া হয়েছে।
তাকে কেউ সনাক্ত করতে পারলে +351212697037 ফোন নম্বর অথবা consular.lisbon@mofa.gov.bd – ইমেইল করে জানাতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।