ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | পর্তুগালে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট২০২২ এ “লিসবন সিক্সার’স” বিজয়ী

পর্তুগালে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট২০২২ এ “লিসবন সিক্সার’স” বিজয়ী

আনোয়ার এইচ খান ফাহিম

ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ

২৪ মে বাংলাদেশ দূতাবাস লিসবন, পর্তুগাল এর আয়োজনে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মান্যবর রাষ্ট্রদূত তারিক আহসান, দ্বিতীয় সচিবদ্বয় কন্স্যুলেট প্রধান আব্দুল্লাহ আল রাজী ও দূতালয় প্রধান আলমগীর হোসেন সহ দূতাবাসের কর্মকর্তা’রা  এবং পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহুরুল আলম জসিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল ফকির ও প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল্লাহ সহ আরো অনেকে অতিথি ও দর্শক ফাইনাল খেলাটিতে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের ফাইনালে দুটি টীম ‘ইয়াং টাইগার’স’ বনাম ‘লিসবন সিক্সার’স’ মুখোমুখি হয় এবং ‘লিসবন সিক্সার’স’ টীম বিজয়ী হয়।


বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস পর্তুগাল। প্রবাসে থাকা পরিবার পরিজন ছাড়া একঘেয়ে থেকে কিছুটা প্রশান্তি এবং কমিউনিটি ও পর্তুগাল প্রবাসীদের সাথে দূতাবাসের সাথে সুসম্পর্ক সৃষ্টি করতে পারে এই খেলার আয়োজন। গত ১৭ মে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এই টুর্নামেন্ট এর ঘোষণা ও টীম আহবান করা হয়।
বাছাই প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন করে ২০ মে বিকাল ৪ টা ৩০ মিনিটে সবগুলো টীমের অধিনায়ক ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে ড্র এর মাধ্যমে পক্ষ ও প্রতিপক্ষ নির্বাচন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...

মদনে দাতা সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলার বালালী বাঘমারা খন্দকার আব্দুর ...