আনোয়ার এইচ খান ফাহিম,
ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ
ইসলাম ধর্মের পবিত্র সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান ও ঈদ নিয়ে এবং চিত্রায়ণের বেশীরভাগ বাংলাদেশী অধ্যুষিত এলাকায় চিত্রায়িত চলচ্চিত্র
“এ রামাদান ইন লিসবন”[A Ramadan in Lisbon] এর প্রদর্শনীর আয়োজন করেছে পর্তুগাল মাল্টি কালচারাল একাডেমি। ‘পর্তুগাল মাল্টিকালচার একাডেমি’ এর স্বাস্থ্য বিষয়ক প্রকল্প “হেলথ ফর দ্যা কমিউনিটি” এর উদ্যোগে এই চলচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
আসছে ২০মে রোজ শুক্রবার সন্ধ্যা ৮ (আট) টা’য় প্রদর্শনী শুরু হবে একাডেমির হলরুমে। যা থাকবে সম্পুর্ন বিনামূল্যে। দর্শক হিসেবে যে কেউ স্ব-বান্ধব চলচ্চিত্রটি দেখতে পারবেন।
এ প্রদর্শনী নিয়ে পর্তুগাল মাল্টি কালচারাল একাডেমি’র পরিচালক মোঃ রাসেল আহমেদ বলেন “পর্তুগীজ এই চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে পবিত্র মাহে রমজান ও ঈদ’কে ঘিরে এবং বাংলাদেশীদের পাড়া খ্যাত মার্তিম মনিজ এলাকায় বেশিরভাগ চিত্রায়ণ করা হয়েছে তাই আমি আনন্দিত ও দর্শকগণ নিজ ধর্ম ও অনুভূতি নিয়ে প্রবাসের মাটিতে একটি চলচ্চিত্র দেখে অবশ্যই আত্মতৃপ্তি পাবেন বলে আমি আশা রাখি”।
সবার সুবিধার্থে চলচ্চিত্র প্রদর্শনী স্থানের ঠিকানা-
Rua do Terreirinho 77
1100-597 Lisboa
প্রদর্শনী শুরুর ১৫ মিনিট আগে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে।