বুলবুল চৌধুরী, পন্তীতলা (নওগাঁ) প্রতিনিধি, ১২ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : পন্তীতলা ৪৬ বি.জি.বির জোয়ানরা পৃথক পৃথক অভিযানে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের এক হাজার উনপঞ্চাশ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল আটক করেছে।
পন্তীতলায় ৪৬ বি.জি.বির অধীনে চকিলাম বি.ও.পির আব্দুল মতিন এর নেতৃত্বে জোয়ানরা গত সোমবার অত্র এলাকায় অভিযান চালিয়ে ৫৪৯ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল পরিত্যাক্ত অবস্থায় আটক করে। অপর দিকে গত শনিবার ভোররাতে শিতল মাঠ বি.ও.পির তফিজার রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে অত্র এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫০০ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল আটক করে। সর্ব মোট আটককৃত ১০৪৯ বোতল ফেন্সিডিলের আনুঃ মূল্য ৫ লক্ষ টাকা বলে পতœীতলা ৪৬ বি.জি.বি সূত্রে জানা গেছে।