বুলবুল চৌধুরী, পন্তীতলা (নওগাঁ) প্রতিনিধি, ২৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : ষ্ট্রেনথিং এ্যাডেপ্টিভ ফার্মিং ইন বাংলাদেশ, ইন্ডিয়া ও নেপাল (এস.এ.এফ.বি.আই.এন) সাফবিন প্রজেক্ট এর আওতায় কারিতাস পন্তীতলার বাস্তবায়নে আজ বুধবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউ.পির গোপিনগর গ্রামে রবি মৌশুমের গমের বিভিন্ন জাত (প্রদীপ, শতাব্দি ও বারি-২৭) এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষ্ণপুর ইউ.পির চেয়ারম্যান আব্দুস সামাদের সভাপতিত্বে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এর ক্ষুদ্র কৃষকদের বৃষ্টি নির্ভরশীল এলাকায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রতিক্রিয়ায় অভিযোজন (খাদ্য উৎপাদন, গ্রহন, সরবরাহ, সংরক্ষন) সক্ষমতা বৃদ্ধিকল্পে রবি মৌশুমের গমের বিভিন্ন জাতের ফলনের উপর গুরুত্ব আরোপ করে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পন্তীতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আখতারুজ্জামান ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রকল্প কর্মকর্তা সাফবিন নওগাঁর আবু বাশার মোল্লা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল হক, মৎস্য কর্মকর্তা শিরিন শিলা, প্রেসকাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক সুরেন মুর্মু, ব্র্যাকের শাখা ব্যস্থাপক (বর্গাচাষী উন্নয়ন প্রকল্প) বাবুল হোসেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়নাল আবেদীন সহ এলাকার শতাধিক কৃষক-কৃষাণি প্রমুখ।