স্টাফ রিপোর্টার, ঢাকা, ২ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : ইরাকের অর্থমন্ত্রী রাফি আল ইসাবি গতকাল রামাদিতে এক সরকার বিরোধী সমাবেশে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
গত ডিসেম্বরে ইরাকে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর সেখানকার শিয়া অধ্যুষিত সরকার থেকে এবারই প্রথম কোনো উরধতন সদস্য পদত্যাগের ঘোষণা দিলেন।
এদিকে, সরকারের মুখপাত্র আলি আল মুসাবি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নুরি আল মালিকি অর্থমন্ত্রীর পদত্যাগপত্র অনুমোদন করবেন না। প্রধানমন্ত্রী অনুমোদন ছাড়া এ পদত্যাগ কার্যকর হবে না।