স্টাফ রিপোর্টার, ৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : রাজধানীর নয়াপল্টনে বিএনপির মিছিলে ধাওয়া করেছে আইনশৃঙ্খলাবাহিনী। এ সময় পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নয়াপল্টনে ভাসানী মিলনায়তন গলিতে পল্টন থানা বিএনপির ১৫ থেকে ২০ জনের একটি মিছিল বিএনপি কার্যালয়ে আসার চেষ্টা করলে আইনশৃঙ্খলাবাহিনী তাদের ধাওয়া করে। মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার।
পরে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এদিকে সকালে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে চাইলে বিএনপির চার মহিলা এমপিকে আটক করে পুলিশ।
আটককৃত সংসদ সদস্যরা হলেন- রেহেনা আক্তার রানু, শাম্মী আক্তার, সৈয়দা আশিয়া আশরাফি পাপিয়া, রাশেদা বেগম হীরা।