ফরহাদ, নড়াইল প্রতিনিধি,২০ মার্চ,বিডি টুডে ২৪ ডটকম : নড়াইল সদর থানা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম অপু হত্যার ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলে ছাত্রলীগের উদ্যোগে বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় নড়াইল শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ডে অপু স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিকেল ৫টায় আলোচনা সভা রয়েছে।
২০১১ সালের ২০ মার্চ দুপুর ১২টার দিকে নড়াইল শহরের রুপগঞ্জ বাসস্ট্যান্ডে ছাত্রলীগ নেতা অপুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
অপুর পরিবার থেকে অভিযোগ করা হয়, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দেলে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্ম অপুকে কুপিয়ে হত্যা করে।
এ হত্যাকান্ডের ঘটনায় ১৮ জনের নামে মামলা দায়ের হয়। মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।