ফরহাদ, নড়াইল প্রতিনিধি, ৪ মার্চ ২০১৩, বিডিটুডে ২৪ ডটকম : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নড়াইলে আসছেন মঙ্গলবার (৫ মার্চ)। প্রণব মুখার্জির স্ত্রী নড়াইলের ভদ্রবিলা গ্রামের মেয়ে শুভ্রা মুখার্জিকে সাথে নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নড়াইলে পৌঁছানোর কথা রয়েছে। ভদ্রবিলায় শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন তারা (প্রণব-শুভ্রা মুখার্জি)। পরে তিনি নড়াইল থেকে কুষ্টিয়া হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
নড়াইল জেলা প্রশাসক জহুরুল হক জানান, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে করে নড়াইল শহরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সাথে থাকছেন তার স্ত্রীও। তিনি (প্রণব) তার শ্বশুরালয় ভদ্রবিলায় যাবেন এবং সেখানে পরিবারের সদস্যদের সাথে মিলিত হবেন। মন্দিরে কাটাবেন কিছুটা সময়। দুপুর পৌঁনে ১২টা পর্যন্ত ভদ্রবিলা অবস্থান করবেন। এদিকে, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও তার স্ত্রী শুভ্রা মুখার্জিকে বরণ করে নেয়ার প্রতীায় আছেন নড়াইলবাসী। নড়াইলের জামাইবাবু প্রণব মুখার্জির সফরকে কেন্দ্র করে নড়াইলবাসীর মধ্যে আনন্দ-আমেজ বিরাজ করছে। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শ্যালক কানাই লাল বলেন, জামাইবাবুর আগমন উপলে ভদ্রবিলার বাড়িঘর, বাড়িতে আসার রাস্তা পাকাকরণসহ আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বদলে গেছে নড়াইল শহরের পরিবেশও। নড়াইল-যশোর সড়কের চাঁচড়া থেকে শুরু করে রূপগঞ্জ, ভদ্রবিলাসহ প্রায় ১৬ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের প থেকে নড়াইল-যশোর-লোহাগড়া সড়কের পাশে অবস্থিত বিভিন্ন খুঁপড়িঘর, দোকান, গাছেরগুড়ি অপসারণ করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সোমবার (৪ মার্চ) দুপুরে ভদ্রবিলায় গিয়ে দেখা যায়, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শ্বশুরালয় ভদ্রবিলার বাড়িটির বর্তমান সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ দেখার জন্য ব্যাপক উৎসুক মানুষ ভিড় করছেন প্রতিনিয়তই। এদিকে, ১৯৯৫ সালে সর্বশেষ নড়াইলে এসেছিলেন শুভ্রা মুখার্জি। আর এবারই প্রথম নড়াইলে আসছেন প্রণব মুখার্জি।