ফরহাদ, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় ৭টি খরগোশসহ ৪ শিকারিকে আটক করেছে পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজ ইকবাল জানান, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে লোহাগড়ার ধোপাদাহ্ জামে মসজিদের পাশ থেকে ৭টি খরগোশসহ ৪ শিকারিকে আটক করা হয়।
আটককৃতরা হলো-নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ইসমাইল মলিকের ছেলে রাজু মলিক (১৯), একই গ্রামের লাল মিয়ার ছেলে মোরাদ (৩৫), বলারটোপ গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আকবর আলী (৫০) ও একই গ্রামের হাকিম শেখের ছেলে শরিফুল ইসলাম (২৮) কে আটক করে। নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের রাজু মললিক, একই গ্রামের মুরাদ মোল্যা, বল্লারটোপ গ্রামের আকবর আলী মীর এবং একই গ্রামের শরিফুল ইসলাম। কিনি আরও জানান, শিকারিরা লোহাগড়ার লাহুড়িয়ার বনজঙ্গল থেকে এসব খরগোশ শিকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে বণ্যপ্রাণি সংরণ আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।