মুজাহিদুল ইসলাম সোহেল,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় অভিযান চালিয়ে রকি ও বাবু নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৬৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মিয়ার পোল এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের সুরুজ মেম্বার বাড়ীর নূরুল হুদার ছেলে নুরুল আফছার রকি (২৩) ও দূর্গাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাহাজাহান বাবু (২৪)।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী মদ’সহ বাবু ও রকিকে আটক করা হয়েছে। ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
