সাইদুজ্জামানরাজু,সদর(নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীতে ছাত্রশিবির- ছাত্রলীগের সাথে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পরে ৭জন আহত হ্ওয়ার খবর প্ওায়া গেছে। প্রত্যদর্শীরা জানান শিবিরের নেতাকর্মীরা মিছিল শেষে সরকারি আবাসিক এলাকা দিয়ে য্ওায়ার সময় ছাত্রলীগ শিবিরের উপর অতর্কিত হামলা করলে উভয় পরে মাঝে সংঘর্ষ শরু হয়। এতে ছাত্রলীগের রহমত (২২), আজগর (২০) সহ উভয় পরে ৭জন আহত হয়। পওে ছাত্রলীগ শিবির নিয়ন্ত্রীত ছাত্রাবাসে হামলা করে এত তারেক (২৪) নামের এক সাধারণ ছ্ত্রাকে গুরুতর আহত করে। তার মাথায় শরীরের বিভিন্ন স্থানে সাইনিছ কুড়াল রড দিয়ে আগাত করে ছাত্রলীগ নেতাকর্মীরা।