মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার সন্ধ্যায় বেসরকারি সংস্থা আরবানের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরের রাজপাড়াস্থ আরবান চত্বরে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান আরিফ, বেসরকারি সংস্থা গণ সাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জামিল মোস্তাক, পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকার আলী শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা শফিকুল আলম শাহীন, প্রথম আলো প্রতিনিধি গোলাম মোস্তফা, কলাম লেখক জাকির আহমদ খান কামাল, যুগান্তর প্রতিনিধি নূর আহাম্মদ খান রতন, নয়াদিগন্ত সংবাদদাতা ইসমাইল হোসেন খোকন, যায়যায়দিন সংবাদদাতা জায়েজুল ইসলাম প্রমুখ।