ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের নেকমরদ বাজারে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লেগে ২টি দোকন পুড়ে গেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১০ লাখ টাকার মালামাল ।
স্থানীয় ও পুলিশ জানায়, শুক্রবার রাত ১০ টার সময় নেকমরদ বাজারের মিজানের চাচা ভাতিজা নামে একটি জুতার দোকানে সট সার্কিট থেকে আগুন লাগে। সে আগুন থেকে বাবলু ডাক্তারের ঔষধ ফার্মেসিতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাণীশংকৈলের ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করি।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ইউপি চেয়ারম্যান এনামুল হক তহসিলদার জাহিরুল ইসলাম প্রমূখ।
এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না এবং ইউএনও সোহলে সুলতান জুলকার নাইন কবিরের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তাদের আর্থিক সাহায্যের ব্যবস্থা গ্রহণ করা হবে।
আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল থেকেঃ