ব্রেকিং নিউজ
Home | বিনোদন | ছোটপর্দা | নীল মিত্রের ওয়েব ফিল্ম ‘হৃদয়ের ক্ষত’-

নীল মিত্রের ওয়েব ফিল্ম ‘হৃদয়ের ক্ষত’-

বিনোদন ডেস্ক: ৩০০ ফিটের ডাক্তার বাড়ি শুটিং হাউজ। সম্প্রতি এখানে শেষ হয়েছে তরুণ অভিনয়শিল্পী নীল মিত্রের ওয়েব ফিল্ম ‘হৃদয়ের ক্ষত’-এর শুটিং। একঝাঁক নবীন শিল্পীদের নিয়ে নির্মিত হচ্ছে ওয়ব ফিল্মটি।

‘হৃদয়ের ক্ষত’-এর গল্প রচনা করেছেন এম. রানা সিদ্দিক। পরিচালনাও করেছেন তিনি। নীল মিত্র ছাড়াও এতে অভিনয় করেছেন স্মৃতি শ্রী, আবির, আকলিমা, লিমাসহ অনেকে।

ফিল্মটির ভিডিওগ্রাফি করেছেন শামসুল আলম। রূপসজ্জায় ছিলেন সাগর রানা। কারিগরি সহযোগিতা করেছেন বকচুড়ি এন্টারটেইনমেন্ট।

গল্পের কাহিনিতে দেখা যাবে, নয়ন সংসারী ছেলে। ক্ষেতের কাজ করে।  নয়নের চাচাতো বোন নুপর। সে নুপুরকে পছন্দ করে। কিন্তু নুপুর গ্রাম্য, মাঠে কাজ করা ছেলে পছন্দ করে না। সে পচ্ছন্দ করে শহুরে চাকরিজীবী ছেলে। কিন্তু নয়ন মন দিয়ে বসে থাকে। সে নুপুরকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। নয়ন নুপুরের মায়ের সঙ্গে কথা বলেও রাজি করাতে পারে না।

একদিন শহরের এক ছেলের সঙ্গে নুপুরের বিয়ে হয়ে যায়। নয়ন কিছুই করতে পারে না। নুপুর গ্রাম ছেড়ে শহরে চলে যায়। নয়ন জানতে পারে নুপুরের স্বামী চাকরি করে। নুপুরকে সময় দেয় না। এ নিয়ে প্রায় ঝগড়া হয় স্বামী নাফিসের সঙ্গে। একসময় সে নয়নকে অনুভব করে এবং পালিয়ে গ্রামে ফিরে আসে। এভাবেই এগিয়ে যায় গল্পের কাহিনি।

ফিল্মটি সম্পর্কে অভিনেতা নীল বলেন, ‘এটি একটি গ্রামের প্রেমের কাহিনি হলেও গল্পে ভিন্নতা আছে। অন্য সাধারণ গল্প থেকে কিছুটা আলাদা। কাজটি করে ভালো লেগেছে। ফিল্মটি বকচুড়ি এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত হবে। আশাকরি দর্শকের ভালো লাগবে।’

প্রসঙ্গত তরুণ অভিনেতা নীল মিত্র পড়াশোনার পাশাপাশি নিয়মিত অভিনয়, মডেলিং ও ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মন্ত্রিসভায় বৈষম্যবিরোধী আইনের খসড়ার অনুমোদন

স্টাফ রিপোর্টার: মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে বৈষম্যবিরোধী আইন, ২০২২-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত ...

পার্বত্য অঞ্চল হবে সম্পদ শান্তিতে সমৃদ্ধ: পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়টি বেশ জটিল, তবে ...