প্রযুক্তি ডেস্ক : বানান ভুলের এ টেনশন দূর করতেই এসে গেল যাদুর কলম, যার নাম ভাইব্রেটিং পেন। কলমটির পোশাকি নাম লার্নস্টিফট। বানান ভুল লিখলেই এই কলম কেঁপে উঠবে (ভাইব্রেশন করবে)আপনাকে সঙ্কেত দিবে, “বানানটা ভুল।”
এই স্মার্ট কলমটির মধ্যে রয়েছে কিবোর্ড, মোশন সেন্সর, গেমিং, ওয়াই ফাই মুড। এমনকি বিশ্বের বেশিরভাগ ভাষার অভিধানও আছে এই কলমে।
একটি জার্মান কোম্পানি বাজারে এনেছে এই ম্যাজিক ভাইব্রেটিং কলমটি।
ধারণা করা হচ্ছে, বাণিজ্যিকভাবে কলমটি উৎপাদন শুরু হবে এ বছরের শেষ নাগাদ।
তবে কলমটি পেতে হলে গুনতে হবে বড় অঙ্কের টাকা। একটি কলমের দাম বাংলাদেশি টাকায় প্রায় ১৬ হাজার।
এখন আর বানান ভুল হবে আর গুরুর হাতে মার খেতেও হবে না।