কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে মহাজোট হাজার বার সংলাপে বসতে প্রস্তুত। কিন্তু বেগম খালেদা জিয়া গত আড়াই বছরে বারবার শর্ত দিয়ে সংলাপ বানচাল করেছেন। উনি আসলে নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছেন, উনার এজেন্ডা অন্য কিছু। ইনু বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও জাসদ জন্মলগ্ন থেকে আমরা কোনদিন ফাঁকা মাঠে গোল দেয়ার রাজনীতি করিনি। আমরা পিছন দরজা দিয়ে কোনদিন ক্ষমতায় যাইনি। সবসময় নির্বাচনের মধ্যদিয়ে সদর দরজা দিয়ে ক্ষমতায় গেছি। বিএনপি’র জন্মদাতা জেনারেল জিয়াউর রহমান ফাঁকা মাঠে গোল দেয়ার নির্বাচন করেছেন। তিনি হ্যাঁ-না ভোট করেছেন, একতরফা ভোট করেছেন, কারচুপির নির্বাচন করেছেন, নির্বাচনকে সবরকম প্রহসন করার একটা রাজনৈতিক পন্থা তৈরি করেছেন। সেই জায়গা থেকে বহু কষ্ট করে আমরা বেরিয়ে এসেছি। সুতরাং আমরা বেগম খালেদা জিয়াকে নির্বাচনের মাঠে দেখতে চাই। সকাল ১১টায় মিরপুর উপজেলার বিভিন্ন সড়কের উদ্বোধনকালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। লন্ডনে তার ওপর হামলার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দেশে সামপ্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠী খুবই সক্রিয়। লন্ডনে তাদের দোষররাই আমার ওপর হামলা করেছে। এটি একটি সন্ত্রাসী হামলা, কারণ ওখানে আমার কোন ব্যক্তিগত বা কোনো পরিবারিক শত্রু নেই। যারাই আক্রমণটি করেছে, তারা গণতন্ত্র, ভিন্নমত ও আইনের শাসনের ধার ধারে না। এই চক্রটি গণতন্ত্রের জন্য বিপদজনক হয়ে উঠেছে। ইনু আরও বলেন, চোরাগোপ্তা হামলা যতই চালোনো হোক না কেন, সন্ত্রাসী গোষ্ঠীকে দমানোর জন্য যে নীতি সরকার নিয়েছে তা অব্যাহত থাকবে। যুদ্ধাপরাধীদের বিচার ও সাজা কেউ ঠেকাতে পারবে না। আমি বিদেশের মাটিতে দেশীয় রাজনৈতিক চক্রান্তের শিকার। জামায়াত-শিবির, জঙ্গিবাদ ও তাদের পৃষ্ঠপোষক বিএনপি এই হামলার জন্য দায়ী। এসময় জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, সাধারন সম্পাদ আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।