ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | নির্বাচনে মাহমুদ আব্বাসের বিরুদ্ধে লড়বেন ডাহলান

নির্বাচনে মাহমুদ আব্বাসের বিরুদ্ধে লড়বেন ডাহলান

ইন্টারন্যাশনাল ডেস্ক : ফিলিস্তিনের নির্বাচনে মাহমুদ আব্বাসের বিরুদ্ধে লড়বেন গাজার সাবেক ফাতাহ নেতা মোহাম্মেদ ডাহলান।

মধ্যপ্রচ্যের টিভি চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মেদ ডাহলান তার এ ইচ্ছার কথা জানান।

ডাহলান বলেন, আমি আমার দলের বড় ভাই বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এটি নিশ্চিত করে বলতে চাই— আসন্ন নির্বাচনে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারবেন না।

গাজায় মাহমুদ আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে বেশ পরিচিত ডাহলান। এর আগে তিনি আরব আমিরাতে ছিলেন। এ জন্য তাকে অনেকেই আরব লীগ নেতাদের ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়।

দীর্ঘ ১৫ বছর পর সম্প্রতি ফিলিস্তিনে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে এ ব্যাপারে একটি ডিক্রি জারি করে বলা হয়েছে, আগামী ২২ মে পার্লামেন্ট নির্বাচন এবং ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে ২০০৬ সালে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে হামাস জয়ী হয়।

হামাসের ওই জয়ের পরই ২০০৭ সাল থেকে গাজা অবরোধ করে রাখে ইসরাইল।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের ডিক্রিতে বলা হয়, অধিকৃত পশ্চিমতীর, গাজা ও পূর্ব জেরুজালেমসহ দেশটির সব এলাকায়ই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে ইসরাইল জেরুজালেমে নির্বাচনসহ ফিলিস্তিনিদের সব ধরনের তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...

মদনে দাতা সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলার বালালী বাঘমারা খন্দকার আব্দুর ...