স্টাফ রিপোর্টার : আগামী সংসদ নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধান থেকে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জনসম্পৃক্ততা বাড়াতে দেশব্যাপী সাংগঠনিক সফর ও জনসভা কর্মসূচির অংশ হিসেবে উত্তরাঞ্চলে সফরের শুরুতে রবিবার দুপুরে বগুড়া থেকে রংপুর অভিমুখে রওনা হওয়ার আগে নেতা-কর্মীদের উদ্দেশে একথা বলেন বেগম জিয়া।
আওয়ামী সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এ সরকার বগুড়া ও ফেনীসহ বিএনপির এলাকাগুলোতে কোনো উন্নয়ন করেনি। আর আগামী সংসদ নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে তারা।’
বিরোধীদলীয় নেতা আরো বলেন, ‘দেশের ৯০ শতাংশ মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন চায়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলতেই আমি সাধারণ মানুষের কাছে এসেছি। আর দেশ, গণতন্ত্র, মানুষের অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুষম উন্নয়নের লক্ষ্যেই আমাদের আগামী দিনের আন্দোলন। তাই আপনাদের সবাইকে বলব, সে আন্দোলনে শরিক হয়ে অত্যাচারী-স্বৈরাচারী এ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করবেন। ইনশাআল্লাহ এই দেশ আবার সামনের দিকে এগিয়ে যাবে।’