ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | নির্বাচনী মাঠে নৌকা প্রতিকী লড়তে চান আ:লীগ নেতা রব্বানী

নির্বাচনী মাঠে নৌকা প্রতিকী লড়তে চান আ:লীগ নেতা রব্বানী

জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা ইতিমধ্যে হয়েগেছে। এবারে নির্বাচনের মাঠে দেখা যাবে এক ঝাঁক তরুণ প্রার্থী। তারই মধ্যে একজন উপজেলার ধনতলা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও একাধারে সফল উদ্যোক্তা দুলাল রব্বানী।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দিয়েছেন তিনি অনেক আগেই। সেই মোতাবেক তফসীল ঘোষণার পর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি। দলের মনোনীত প্রার্থী হিসেবে নিজেকে প্রমাণ করতে অনেকদিন যাবৎ ইউনিয়নের মানুষের সাথে কাজ করেছেন এই তরুণ নেতা।

ইউনিয়নবাসীর তথ্যমতে, তরুণ এই রাজনীতিক নেতা সমাজের জন্য বিশেষ অবদান রেখে আসছেন। দেশের ক্রান্তিলগ্ন তথা করোনাকালে মানুষের পাশে দাড়িয়েছেন। দলের ভাবমূতি রক্ষার্থে ইউনিয়নবাসীকে দলমত নির্বিশেষে সাধ্যমত সহযোগিতা করেছেন। বিপদগামী মানুষকে সহযোগিতা করেছেন সামনে থেকে। এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রিতী রক্ষার জন্য তিনি সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কাজ করেছেন। ইউনিয়নবাসী মনে করেন, তিনি দলের মনোনীত প্রার্থী হলে তার জন্য ইউনিয়নের মানুষের পাশে থাকা আরেকটু সহজ হবে। দেশের উন্নয়নের স্বার্থে কাজ করতে সহজ হবে।

তরুন রাজনীতিক ও ধনতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল রব্বানী বলেন, সাম্প্রদায়িক সম্প্রিতি রক্ষার জন্য সকলকে সাথে নিয়ে ইউনিয়নে নেতৃত্ব দিয়ে আসছি ইউনিয়নবাসী চায় আমি এবার চেয়ারম্যান পদে নির্বাচন করি। আমি আমার দলের কাছে বিষয়টি জানিয়েছি এবং দলের মনোনীত প্রার্থী যেনো হতে পারি সে জন্য আমার ও ইউনিয়নবাসীর সার্বিক চেষ্টা থাকবে। দল আমাকে মনোনয়ন দিলে নিশ্চয় আমি ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবো ।

তরুন নেতৃত্বের বিষয়ে জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও প্রবীণ রাজনীতিবীদ মুহা: সাদেক কুরাইশী বলেন, তরুণরা এ দেশের সোনালী স্বপ্ন ও সম্পদ। এ দেশের অনাগত আগামি তরুনরা। তরুন নেতৃত্বকে আওয়ামীলীগ বরাবরই স্বাগত জানিয়েছে। মানননীয় প্রধানমন্ত্রী বর্তমানে তরুনদের সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন মূলক কাজ করছে। আর যে যার সততা দক্ষতা দিয়ে কাজ করে মানুষের মন জিতেছে আওয়ামীলীগ এসব মানুষদের কদর করেছে মূল্যায়ন দিয়েছে। এখন সময় ঐক্যবদ্ধ থাকা। এক সাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে কুলিয়াটি খাল ভূমিদস্যুদের দখলে

সুদর্শন আচার্য্য (মদন নেএকোনা)  : নেত্রকোণার মদনে কুলিয়াটি গ্রামের ভিতর দিয়ে বয়ে ...

নেত্রকোণার মদনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার উদাসীনতায় ব্যাহত হচ্ছে স্বাস্থ সেবা

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোনা) ঃ নেত্রকোণার মদন উপজেলার মাঘান ইউনিয়নে পরিবার পরিকল্পনা ...