স্টাফ রিপোর্টার : নিউইয়র্কের কুইন্সে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় এক বাংলাদেশী নারী মারা গেছেন। নিহততের নাম নিশাত হোসাইন (৫৮)। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। ছেলের সঙ্গে তিনি জ্যাকসন হাইটসের কাছে এলমহার্স্ট এলাকায় থাকতেন।
শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে হেঁটে ৭১ স্ট্রিটে আসার সময় কুইন্স বুলেভার্ডের কাছে তিনি দুর্ঘটনায় পড়েন।
প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, রূপালী রংয়ের একটি ভ্যান নিশাতকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এরপর এক পথচারীর ফোন পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই গাড়ির চালক পালিয়ে না গিয়ে অ্যাম্বুলেন্সকে ফোন করলে নিশাতকে বাঁচানো যেত বলে মনে করছেন তার ছেলে ফয়সাল রিয়াজ (৩৪) ও প্রতিবেশীরা। ঘটনার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দায়ী চালক গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
নিশাতের স্বামী মুক্তিযোদ্ধা কুদ্দুস আলী হোসাইন গত বছরের ৮ মে হৃদরোগে মারা যান। নিশাতের লাশের ময়না তদন্ত শেষে দাফনের উদ্যোগ নিয়েছে নিউইয়র্কের রূপসী চাঁদপুর ফাউন্ডেশন।