ব্রেকিং নিউজ
Home | বিনোদন | ছোটপর্দা | না খেয়ে বৃষ্টিতে ভিজে দিন কাটাতেন মাহফুজ আহমেদ

না খেয়ে বৃষ্টিতে ভিজে দিন কাটাতেন মাহফুজ আহমেদ

চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাহফুজ আহমেদ। ছোটপর্দায়ও ২৮ বছর ধরে সফলতার সাথে অভিনয় করে চলেছেন। কয়েক বছর ধরে তিনি নাটকও বানাচ্ছেন।

অথচ মাহফুজ আহমেদের অভিনয় জীবনের শুরুটা ছিল বেশ সংগ্রামের। ইমদাদুল হক মিলনের ‌‘কোন কাননের ফুল’ ছিল তার অভিনীত প্রথম নাটক। প্রথম নাটকে একটি সংলাপ ‘অলি এদিকে আয়’ বলার জন্য রাতভর আরেক বন্ধুকে নিয়ে প্রস্তুতি নিয়েছিলেন মাহফুজ আহমেদ। অলি চরিত্রে অভিনয় করেছিলেন আজিজুল হাকিম, আর ‘কোন কাননের ফুল’ ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্রে ছিলেন শমী কায়সার।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ঈদের বিশেষ আয়োজন রাঙা সকাল-এ অংশ নিয়ে মাহফুজ আহমেদ সেইসব স্মৃতিকথা জানালেন। তিনি নিজের সংগ্রামী জীবন নিয়ে আরও বলেন, ‘এমনও হয়েছে পকেটে ৮-১০ টাকার বেশি থাকতো না। দিনের পর দিন রাস্তায় হেঁটেছি, না খেয়েও থেকেছি। বৃষ্টিতে ভিজেছি। গ্রাম থেকে শহরে এসে লজিং মাস্টার হিসেবেও কাজ করেছি।’

মাহফুজ আহমেদের শূণ্য থেকে অনন্য হয়ে ওঠার গল্পগুলো জানা যাবে ঈদের ৩য় দিন, সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে। রুম্মান রশীদ খান ও নন্দিতার উপস্থাপনায় ‘রাঙা সকাল’ নামের সেই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...

মদনে দাতা সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলার বালালী বাঘমারা খন্দকার আব্দুর ...