ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | নারী দিবস শুক্রবার : খুলনায় নানা কর্মসূচি গ্রহন

নারী দিবস শুক্রবার : খুলনায় নানা কর্মসূচি গ্রহন

এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উপলে দু’দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকার। সহষ্রাব্দের লমাত্রা এগিয়ে নিতে নারীরাও কাজ করছে নিরলস ভাবে। এ বছর পালিত হচ্ছে নারী ঘোষনা দিবসের ১০৩ বছর। নারীর প্রতি বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে নারীরাই শুরু করেছিলেন প্রতিরোধ ও সগ্রাম। ১৮৫৭ সালের ৮ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সুঁচ কারখানায় নারী শ্রমিকদের মজুরী বৃদ্ধি ও শ্রম ঘন্টা ১৬ থেকে ৮ ঘন্টা নির্ধারনের দাবিতে যে জোরালো আন্দোলন শুরু হয়েছিল তার প্রতি সমর্থন ব্যক্ত করে ১৯১০ সালে সমাজতান্ত্রিক নেত্রী কারা জেৎকিন ৮ মার্চে বিশ্ব ব্যাপী নারী দিবস পালনের আহবান জানান। জাতিসংঘ ১৯৭৪ সালে এ দিনকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ১৯১১ সালে হতে আজ অবধি নানা পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী দিবসটি স্বগৌরবে পালিত হয়ে আসছে। এ উপলে খুলনায় প্রায় ৭০টি স্বেচ্ছা সেবী প্রতিষ্ঠানের সমন্বয়ে দু’দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা প্রেসকাবে এ দিবসটি উপলে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক দপ্তর ও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পর্ষদ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পর্ষদের সদস্য সচিব জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিল। তিনি বলেন, দু’দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় খুলনা প্রেসকাবে নারী নির্যাতনকারীদের প্রতি ঘৃনা প্রদর্শণ, প্রদীপ প্রজ্জলন ও আধার ভাঙ্গার শপথ। শুক্রবার সকাল সাড়ে ৮টায় জাতীয় সংঘ শিশু পার্ক থেকে শোভাযাত্রা, সাড়ে ৯ টায় পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন এবং সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনে কে আলোচনা সভা। এ সময় নারী নেত্রী রসু আক্তার, সিলভী হারুন, আইনজীবী ও মানবাধিকার কর্মী মোমিনুল ইসলাম, অজান্তা হালদার, খাদিজা কবীর তুলি, সুতপ্তা দেবজ্ঞ, রহিমা জালাল ও এম এম মশিউর রহমান উপস্থিত ছিলেন।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...