Home | আন্তর্জাতিক | নারগিসকে সরিয়ে এশা গুপ্তা

নারগিসকে সরিয়ে এশা গুপ্তা

বিনোদন প্রতিবেদক, ৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম  : বি-টাউনে অভিনেত্রী ও মডেলকে সরিয়ে স্থান দখল, এ আর নতুন কি! তবে এবার ধরাশায়ী হলেন নারগিস ফাকরি। পুনিত মালহোত্রার ধার্মা প্রোডাকসন ফিল্মের গোরি তেরে পেয়ার মে সিনেমায় নারগিস ফাকরিকে সরিয়ে স্থলাভিষিক্ত হচ্ছেন এশা গুপ্তা। সূত্র: ফিল্মফেয়ার।

গত বছরে তিনটি সিনেমায় অভিনয়ের পরে এশা গুপ্তাকে আর পর্দায় দেখা যায়নি। এবার পুনিতের ‘গোরি তেরে পেয়ার মে’ সিনেমায় আইটেম গালের ভূমিকায় দেখা যাবে এশাকে। এ চরিত্রের জন্যে প্রথমে নারগিস ফাকরিকে প্রস্তাব দেয়া হয়। তবে জন আব্রাহামের মাদ্রাজ ক্যাফেতে সুটিংয়ের কারন দেখিয়ে নারগিসকে সরিয়ে এশাকে আনা হয়।

এছাড়া এ সিনেমায় আরো রয়েছে কারিনা কাপুর খান ও ইমরান খান।

x

Check Also

ইয়েমেন যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে সৌদি আরব

ইন্টারন্যাশনাল ডেস্ক :  ইয়েমেনে সৌদি জোটের সামরিক আগ্রাসন শুরুর দুই বছর পর ...

নেপালে বন্যা ও পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১৫

ইন্টারন্যাশনাল ডেস্ক :  নেপালের গত পাঁচ দিনের অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় মঙ্গলবার ...