জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবঞ্জের নাচোল উপজেলার নেজামপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ববিতা বেগম (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে দূর্ঘটনাটি ঘটে। ববিতা ষ্টেশন বাজার এলাকার মাসুদ রানার স্ত্রী। ট্রেন আসার মূহুর্তে তিনি রেল লাইনের উপর নিজের পোষা ছাগল তাড়াতে গিয়ে দূর্ঘটনার শিকার হন। নাচোল রেলওয়ে ষ্টেশন মাষ্টার কামরুল ইসলাম জানান, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরগামী ৫৭ আপ কমিউটার ট্রেনের নীচে কাটা পড়ে নেজামপুর ষ্টেশন এলাকায় ঘটনাস্থলেই নিহত হন ববিতা। এ ব্যাপারে রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে।
