আবুল হাসান মৃধা,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করায় বাদীকে তুলে নিতে আসামীরা অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে। মামলা তুলে না নিলে ওই স্কুল ছাত্রীর মুখে এসিড নিক্ষেপ ও তার পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে বলে জানায় এ মামলার বাদী ও স্কুল ছাত্রীর মা রাবেয়া বেগম। অভিযোগে সূত্রে জানা গেছে, উপজেলার দণি কামদেবপুর গ্রামের মো. আবু তালেব হাওলাদারের মেয়ে কলি আক্তার বৈশাখিয়া আ. মালেক মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। স্কুল থেকে বাড়ি ফেরার পথে আসামী ছত্তার বেপারী কামদেবপুর বেপারী বাড়ীর পশ্চিম পাশে কালাদার খালপাড়ে ছত্তার বেপারীর নিজের চায়ের দোকানের পাশে ওৎ পেতে থেকে গত ২১ আগস্ট অনুমান দুপুর ২.৩০ মিনিটের দিকে কলি আক্তারকে কু-প্রস্তাব দেয় এবং তার মুখ চেপে ধরে ধর্ষনের ব্যার্থ চেষ্টা করে পরে স্কুল ছাত্রীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর ওই স্কুল ছাত্রীর মা রাবেয়া বেগম বাদী হয়ে ঝালকাঠির বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০১ এর আদালতে একই গ্রামের মৃত: মুজাফফর বেপারীর ছেলে আ. ছত্তার বেপারী (৬০) ও বৈশাখিয়া গ্রামের মৃত: তাহের খানের ছেলে দেলোয়ার খান (৫০) এর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা নং- ১১৪ দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে নলছিটি উপজেলা প্রাথমিক শিা অফিসারকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ বিষয় নলছিটি উপজেলা প্রাথমিক শিা অফিসার মো. মাহাতাব উদ্দিন বলেন, আমার কাছে কোন কাগজ পত্র আসেনি। আমি এ ব্যাপারে কিছু জানি না। আসলে তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে ।