জেলা প্রতিবেদক: হাজারো জনতার সম্মুখে শেখ হাসিনা সরকারের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরলেন বগুড়া-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) স্থায়ী কমিটির সদস্য একেএম রেজাউল করিম তানসেন এমপি। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। শেখ হাসিনার সরকার দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের বিপ্লব ঘটিয়েছেন। ১৪ দলের সরকার উন্নয়ন বান্ধব। উন্নয়নের ধারা এগিয়ে নিতে আবারও শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করার আহবান জানান তিনি।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দলগাছা খেলার মাঠে গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে মঙ্গলবার দিবাগত রাত ১০টায় ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয় বিভিন্ন গ্রামের প্রায় দুই হাজার নারী-পুরুষ। দলগাছা স্কুলের প্রধান শিক্ষক আলী আজমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১৪ দলের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম তানসেন এমপি। এরআগে প্রধান অতিথি তানসেন এমপিকে গনসংবর্ধনা দেয়া হয়।
তিনি বলেন, যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে হবে। ঘরে ঘরে গনসচেতনা বৃদ্ধি করতে হবে। বর্তমান সরকার সাংস্কৃতিক বান্ধব। স্বাধীনতা বিরোধীরা সাংস্কৃতিক অঙ্গল ধংসে ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত। জনগন ঐক্যবদ্ধ থাকলে ওরা কিছুই করতে পারবেনা। দুর্বার গতিতে এগিয়ে চলেছে শেখ হাসিনা সরকারের উন্নয়ন।
অনুষ্ঠানে রাজু আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৭১ ভিশনের নির্বাহী সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, কাহালু উপজেলার ইউপি সদস্য জহুরুল ইসলাম, আব্দুর রশিদ, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি ফিরোজ রহমান, জাসদ ছাত্রলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম তোতা, ইউপি সদস্য আল আমিন, আশরাফুল আলম, থানার এসআই আনিছুর রহমান, আকবর আলী, আতাউর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুভ সরকার, গৌরাঙ্গ কুমার, যুবনেতা বাবু আহমেদ, সুমন হোসেন, আলমগীর হোসেন প্রমূখ। পরে রংধনু গোষ্ঠীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।