Home | সারা দেশ | নন্দীগ্রামে জামে মসজিদে তানসেন এমপির অনুদান

নন্দীগ্রামে জামে মসজিদে তানসেন এমপির অনুদান

জেলা প্রতিবেদক : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ডেরাহার কড়ইতলা বাজারে জামে মসজিদের উন্নয়নকল্পে আর্থিক অনুদান প্রদান করেছেন বগুড়া-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য রেজাউল করিম তানসেন এমপি। সোমবার সন্ধ্যায় মসজিদ কমিটির নেতৃবৃন্দর হাতে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি।
উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের সরকার হচ্ছে উন্নয়ন বান্ধব ও জনগণের সরকার। আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকলে দেশের অবহেলিত-বঞ্চিত মানুষেরা নিজের প্রাপ্য অধিকার পান। পরিবর্তন চলছে। এই পরিবর্তনকে গতি স্থায়ী করতে আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের জনগন আবারও তাদের প্রত্যক্ষ ভোটে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনবে, এটা আমার বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও রনবাঘা হাইস্কুলের সভাপতি নাজির হোসেন, সমাজ সেবক গোলাম মোস্তফা গামা, মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর, সেক্রেটারি জহুরুল ইসলাম, মসজিদের ঈমাম আব্দুল আহাদ, জেলা জাসদ নেতা নুরুল ইসলাম সেফা, নান্টু মন্ডল প্রমুখ।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

কমলাপুরে আজও ঘরমুখো যাত্রীদের ভিড়

শনিবার সারাদেশে পালিত হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের ...

পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের ...