ফুয়াদ মন্ডল, গাজীপুর প্রতিনিধি:
অনেক বাধা বিপত্তি প্রতিবাদ প্রতিরোধ উপেক্ষা করে শ্রীপুরের সাধারন জনতার ইচ্ছার বিরুদ্ধে ২২ সেপ্টেম্বর রোববার গাজীপুরের শ্রীপুরস্থ নামানন্তরিত শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের ভবন উদ্বোধন ও দাতা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি বলেন, “নতুন প্রজন্মের জন্য চাই বিশ্বমানের শিক্ষা, দারিদ্র ও দূর্নীতি মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বর্তমান সরকারের আমলে শিক্ষাখাতে বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বলেন, আমার সাধ ছিল সামর্থ নেই। যেহেতু আমার পরিবার অনেক বড়। তারপরও প্রতিবন্ধকতা উপেক্ষা করে সর্বজনগ্রাহ্য শিক্ষানীতি ঘোষনা করা হয়েছে, যার বাস্তবায়ন চলছে। মন্ত্রী বলেন, বছরের শুরুতেই ছাত্র-ছাত্রীদের হাতে বই চলে যায়। বইয়ের জন্য কারও লেখাপড়া বন্ধ হয়ে যায়নি। বর্তমান সরকারের আমলে শ্রীপুরে ৮৮টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মিত হয়েছে। ১১টি স্কুল ও ৫টি মাদরাসার ভবন নির্মান কাজ চলছে। এ প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হয়েছে ২৫ কোটি টাকারও বেশি। মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে পেয়েছিল খাদ্য সংকট, দূর্নীতিগ্রস্থ আর বিদ্যুৎ সংকটে নাজুক পরিস্থিতি। মাথাপিছু আয় ছিল ৬৭ ডলার। ৫ বছরে সরকার খাদ্য ও জীবন মানের উন্নয়ন সম্পন্ন সহ বিদ্যুৎ পরিস্থিতির অভূত উন্নয়ন সাধিত হয়েছে (বলার সাথে সাথে বিদ্যুৎ চলে যায়)। বর্তমানে আমাদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ ডলার। মন্ত্রী বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে লক্ষ্যে মুক্তিযুদ্ধে এদেশ স্বাধীন করা হয়েছিল তার আদৌ বাস্তবায়ন সম্ভব হয়নি। তিনি বলেন, মানুষের হাতে আছে দু’টি শক্তি, এক জ্ঞান অপরটি প্রযুক্তি। এ দু’টি শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্বমানের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দেশবাসীর সহায়তা কামনা করেন।
প্রতিষ্ঠার ৪৫ বছর পর স্থানীয় এমপির নামে নামান্তরিত শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও এমপি পুত্র আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দূর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মো: রহমত আলী, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট শামসুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, পৌর আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক শেখ মো: নজরুল ইসলাম, কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকিরুল হাসান জিকু প্রমূখ। অনুষ্ঠান শেষে মন্ত্রী চলে যাওয়ার পর কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি সাইদুর রহমান হিমু কে অনুষ্ঠানে বক্তব্য দিতে না দেওয়ায় উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়।
Home | জাতীয় | নতুন প্রজন্মের জন্য চাই বিশ্বমানের শিক্ষা : শ্রীপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।