বিনোদন ডেস্ক : ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবিতে ‘লায়লা’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছেন সানি লিওন। শুধু তাই নয়, ওই একটি গান দিয়ে একই ছবিতে প্রিয়াঙ্কার প্রথম আইটেম গানটিকেও ছাড়িয়ে গেছেন।
সেই ধারাবাহিকতায় সানি লিওন এবার নতুন দুইটি আইটেম সং করার প্রস্তুতি গ্রহণ করছেন। ‘টিনা অ্যান্ড লুলু’ এবং ‘রাগিনি এমএমএস টু’-এই দুইটি ছবির দুইটি আইটেম সংয়ে কাজ করার জন্য এরইমধ্যে রিহার্সাল শুরু করে দিয়েছেন তিনি। প্রতিদিন ১৪ ঘণ্টা করে রিহার্সাল করতে হচ্ছে তাকে।