ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | নওগাঁ জেলা প্রেসক্লাবে দুর্বৃত্তদের হামলার ঘটনায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

নওগাঁ জেলা প্রেসক্লাবে দুর্বৃত্তদের হামলার ঘটনায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলা প্রেস ক্লাবে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও সভাপতিকে আহত করার ঘটনায় হামলাকারী আজাদ হোসেন মুরাদ সহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বেলা ১২টায় শহরের মুক্তির মোড়ে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।

উক্ত মানববন্ধন কর্মসূচীতে নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দীন, সাদেকুল ইসলাম, আবু বকর সিদ্দিক, আসাদুর রহমান জয়, এম আর রকি, মাহমুদুন নবী বেলাল প্রমূখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারী আজাদ হোসেন মুরাদ ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত রোববার বিকেল ৩টায় সন্ত্রাসী আজাদ হোসেন মুরাদের নের্তৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী হামলা চালিয়ে প্রেসক্লাবের আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসব কাজে বাধা দিতে গেলে প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েসকে মারধর করে গুরুত্বর আহত করে। বক্তরা এই মানববন্ধনের ম্যাধ্যমে প্রশাসনের নিকট আগামী ৭২ঘন্টার মধ্যে হামলাকারী আজাদ হোসেন মুরাদ সহ তার সহযোগীদের গ্রেপ্তার করার জোর দাবী জানান এবং তা না হলে লাগাতার আন্দোলন কর্মসুচির আল্টিমেটাম দেন।

অপরদিকে নওগাঁ জেলা প্রেসক্লাবে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় পতœীতলা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় নজিপুর পুরাতন বাজারে নিন্দা প্রকাশ করে বর্ধিত এক সভা অনুষ্ঠিত হয়েছে।

পতœীতলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান গোল্ডেন, দপ্তর সম্পাদক দিলিপ চৌহান, সাংগঠনিক সম্পাদক পরেশ টুডু, আল-আমীন রহমান, চৌধুরী তানভীর, আকমাল হোসেন, শাহীনুর রহমান, ব্রেলভীর আহম্মেদ প্রমূখ।

সভায় নওগাঁ জেলা প্রেসক্লাবে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের সময় প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েশ আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।
########
নওগাঁর পতœীতলায় মাদক বিরোধী অভিযান, ২ জনের ৭ দিনের কারাদন্ড

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের উদ্যোগে সোমবার বিকেলে পতœীতলা উপজেলায় স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিজিবির যৌথ ভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার পাটিচরা এলাকায় থেকে মাদকদ্রব্য সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় বিপুল পরিমান মাদকদ্রব্য ও মাদক তৈরীর উপকরণ ধ্বংস করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার পাটিচরা ইউপির ডোহানগর গ্রামের মঙ্গল মুরমুর ছেলে কোমল মুরমু (৩০) ও একই গ্রামের মৃত গোপাল মার্ডির মেয়ে মিনতি মার্ডি (৩৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী পরিচালক মোঃ রাজিউর রহমান, পতœীতলা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, বিজিবির উপস্থিতিতে পতœীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক ভ্রাম্যমান অদালতের মাধ্যমে আটককৃত ২জন কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া অভিযানের সময় একই এলাকার পলাতক মাদক ব্যবসায়ী মনিকা মার্ডি (৩৮) ও সুনিল (৩০) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের কর্তৃপক্ষ বাদী হয়ে পতœীতলা থানায় মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী পরিচালক মোঃ রাজিউর রহমান জানান এই অভিযান ৩০শে নভেম্বর পযর্šÍ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদনে বুধবার (৩০শে নভেম্বর) সকালে উপজেলা ...

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...